তারিখ : ১৭ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকা ডট কম কে নিয়ে রোপম দত্ত নামের বুদ্ধি প্রতিবন্ধীর ফেইসবুক স্ট্যাটাস

ভালুকা ডট কম কে নিয়ে রোপম দত্ত নামের বুদ্ধি প্রতিবন্ধীর ফেইসবুক স্ট্যাটাস
[ভালুকা ডট কম : ২২ এপ্রিল]
ভালুকা পূঁজা উৎযাপন পরিষদ কমিটির সভাপতি মানিক নন্দীর বিরুদ্ধে পূঁজামন্ডবের টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে ১৮ এপ্রিল একটি সংবাদ প্রকাশ করে ভালুকা ডট কম শিরোমানটি ছিল "ভালুকা পূঁজা উৎযাপন পরিষদ কমিটির সভাপতি মানিক নন্দীর বিরুদ্ধে পূঁজামন্ডবের টাকা আত্মসাতের অভিযোগ "এই সংবাদটির জন্য ভালুকার এক শিক্ষিত বুদ্ধি প্রতিবন্ধী ফেইসবুকে ভালুকা ডট কম কে নিয়ে বেশ কয়টি স্ট্যাটাস দিচ্ছে গত দুই তিন যাবত যা ভালুকা ডট কম তার পাঠকদের সাথে শেয়ার করছে সবাইকে জানাতে -

Ropun Datta :April 19 at 11:36pm ·
পদ পদবী নিয়ে টানা টানি কেন। মানিক নন্দীর বিরুদ্বে যারা মিথ্যা অভিযোগ এনেছে তারা সভ্য সমাজের কীটপতঙ্গ।এরা ভাল কাজকে খারাপ চোখে দেখে। মানিক নন্দী ভালুকা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নয়নের মনি। যে কিনা দিন রাত পরিশ্রম করে আমাদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে। তাই সমাজের কিছু কীটপতঙ্গ মিথ্যা অভিযোগ করে ভাব মুর্ত্তি নষ্ট করতে চায়। কিছু অসাধু সাংবাদিক টাকার বিনিময়ে ভাল মানুষের বিরুদ্বে মিথ্যা অভিযোগ করতে বিবেকে বাদেনা। মানিক নন্দী আমাদের হিন্দু সম্প্রদায়ের গর্ব। সমাজে কিছু লোক আছে যাদের কোন কাজ কর্ম নেই মদ গাজা খায়। বসে বসে ভাবে কার কি ক্ষতি করা যায়। আমি বলব এখনো সময় আছে ভাল হয়ে যান। মানুষের কল্যাণ করেন। যদি না পারেন মিথ্যা অভিযোগ দিবেনা। ভগবানের নাম নিন এটাই হবে আপনাদের জন্য ভাল কাজ। মানিক নন্দীর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।#

ভালুকা ডট কম : Yesterday at 7:05am - Ropun Datta এক মালাউন আর এক মালাউনকে চোর বলতেছে, এখানে "অসাধু সাংবাদিক টাকার বিনিময়ে ভাল মানুষের বিরুদ্বে মিথ্যা অভিযোগ করতে" কি ভাবে ? এখানে সাংবাদিকরা শুধু ঐ টুকু করেছে যে অভিযোগ পত্রটি জনসম্মুখে প্রকাশ করেছে । প্রথমে দেখেন পরে পড়ের তারপর নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কথা বলেন অন্যথায় লোক বুদ্ধি প্রতিবন্ধী ভাবতে পারে ।#

Ropun Datta .Yesterday at 2:58pm ·
ভালুকা উপজেলা হিন্দু সম্প্রদায় শান্তিতে বসবাস করছে তখন এক শ্রেনী লোক শান্তি নষ্ট করার জন্য উঠে পরে লেগেছে। তার মধ্যে ভালুকা ডট কম অন লাইন পএিকা হিন্দু সম্প্রদায়কে সনাতন ধর্মের লোক না লিখে মালাউন বলে লিখে কমেন্ট করে আমার ফেসবুক আইডিতে। কি যোগ্য আছে ভালুকা ডট কমের। জনপ্রিয় অন লাইন পএিকা ভাষা কি ভাবে লিখতে হয় তা জানে না। তারা কি লিখতে পারে সনাতন ধর্মের জায়গায় মালাউন লিখতে পারে। ভালুকা ডট কম মালাউন কথাটি লিখলেন। মালাউন কাকে বলে সঠিক উত্তর দিতে হবে। আমি একটি মন্দিরের পুজা কমিটির সভাপতি হিসাবে আদালতে গিয়ে মানহানি মামলা করব। নয়তবা সনাতন ধর্মের লোকদের কাছে ক্ষমা চাইতে হবে।#

ভালুকা ডট কম.Yesterday at 5:40pm- Ropun Datta আপনাকে ভালুকা ডট কম বুদ্ধি প্রতিবন্ধীও বলেছে কিন্তু কি জন্য বলেছে তার ব্যাখা দিলেন না ? ভালুকা ডট কম কে অসাধু সাংবাদিক টাকার বিনিময়ে সংবাদ লিখছে এমন বলার অধীকার আপনার আছে কিন্তু ভালুকা ডট কম যা ঘটছে তা বলতে আপনার অনুমুতি নিতে হবে এমনটা ভালুকা ডট কম মনে করে না । বাংলাদেশ গনতন্ত্রীক দেশ এখানে সবার বলার সমঅধীকার আছে আপনার যদি ইচ্ছে হয় আপনি বিনা প্রশ্ন করে মামলা করতে পারেন এটা আপনার অধীকার ।আর ভালুকা ডট কম কখন কি বলে আর কি লিখে কি জন্য লিখে বলে তা জেনে বুঝে লিখে কারন ভালুকা ডট কম বুদ্ধি প্রতিবন্ধী না ।{বি:দ্র:- যখন অন্যকে সম্মান করে কথা বলবেন তার প্রতিদানে আপনিও সম্মান পূর্বক উত্তর পাবেন এটাই সৃষ্টির নিয়ম , কাউকে প্রথমে অপনান করে কথা বলে তার কাছ থেকে ভদ্রতা আশা করাটা বোকামী }। ধন্যবাদ সবাইকে #

Ropun Datta.4 hrs ·
আমি সর্বসাধারণ জনগনের উদ্দেশ্য করে বলছি। আপনি কি কারো মান সম্মান নষ্ট করতে চান। তা হলে ভালুকা ডট কমের কাছে যান। । ভালুকা ডট কম সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য লিখে মানুষের মান সম্মান নষ্ট করতে পারে। ভালুকা ডট কমের বুদ্বিজীবি সাংবাদিক আছে। যারা কিনা ছাগলকে পাগল বলে আর বৌদ্বকে খ্রিষ্টান বলে আর হিন্দুকে মালাউন লিখে। এই হলো ভালুকা ডট কমের বুদ্বিজীদের লেখা লেখি কাজ। এই হলো প্রতিটি মানুষের গণতান্তিক অধিকার লেখা লেখি। ভালুকা ডট কম কি অধিকার অাছে যে, হিন্দুদের মালাউন বলার। আমরা জানতে চাই ভালুকা ডট কমের কাছে।#

ভালুকা ডট কম . যেহেতু ভালুকা ডট কম এই বুদ্ধি প্রতিবন্ধীকে এফবিতে ব্লগ করে দিয়েছে তাই তার উত্তর ভালুকা ডট কম তার পত্রিকাতে দিচ্ছে "ভালুকা ডট কম কি অধিকার অাছে যে, হিন্দুদের মালাউন বলার।" প্রথমত এই বুদ্ধি প্রতিবন্ধী যার নাম রোপম দত্ত তাকে বলব ভালুকা ডট কম হিন্দুদের মালাউন কখনও কোথাও বলেনি আর তুমিত প্রতিবন্ধী মালাউন শব্দের অর্থ হয়ত তোমার জানা নেই তাই এখানে ভালুকা ডট কম বিস্তারিত ভাবে বলছে পড়ে বুঝে নাও ভালুকা ডট কম কি বলছে আর কাকে বলছে -  'মালাউন' শব্দটি সম্পর্কে আলোচনার পূর্বে প্রাসঙ্গিক কিছু কথা জেনে নেওয়া প্রয়োজন। আমার জানা মতে,মালাউন শব্দটি আরবি শব্দের পরিবর্তিত রূপ যার বাংলা অর্থ লায়ানত শব্দের কর্মকারক রূপ মালউন। লায়ানত= অভিশাপ; মালউন = অভিশপ্ত। যেমন ইবাদাত থেকে মা'বুদ; জুলুম থেকে মাজলুম। ইবাদাত=উপসনা করা, মা'বুদ= উপাস্য; জুলুম = অত্যাচার করা, মাজলুম=অত্যাচারিত। শব্দটির অর্থ এবং রূপ নির্বাচন যার সম্পুর্ন অর্থ 'অভিশপ্ত' সৃস্টি কর্তার রহমত/করুণা থেকে বঞ্চিত ব্যাক্তি যার উপর সৃষ্টি কর্তার লায়ানত আর তাকেই সহজ ভাষায় বলা হয় মালাউন

যে ব্যাক্তি মসজিদ বা মন্দীরের টাকা আত্মসাত করতে পারে তার উপর সৃষ্টিকর্তার লায়ানত এক বার কেন হাজার বার তাই যে মসজিদ বা মন্দীরের টাকা আত্মসাত করে শুধু সে কেন ভালুকা ডট কম এর চোখে তার সম্পুন্ন পরিবারের উপর সৃষ্টিকর্তার লায়ানত তাই ভালুকা ডট কম এক বার কেন হাজার বাল বলতে পারে মালাউন মালাউন মালাউন কারন ভালুকা ডট কম তোমার মত প্রতিবন্ধী না চাটুকার না ।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সম্পাদকীয় বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই