তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

মেডিকেলে চান্স পেল গৌরীপুরে কৃতি শিক্ষার্থী পূজা ভৌমিক

মেডিকেলে চান্স পেল গৌরীপুরে কৃতি শিক্ষার্থী পূজা ভৌমিক   
[ভালুকা ডট কম : ১৪ অক্টোবর]
মেডিকেলে পড়ার সুযোগ পেল ময়মনসিংহের গৌরীপুরের কৃতি শিক্ষার্থী পূজা ভৌমিক। সে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় বগুড়া মেডিকেল কলেজে ১২তম স্থান অধিকার করেছে।

পূজা ভৌমিক গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজ থেকে এ বছর এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও জেএসসিতে এবং পিইসিতে জিপিএ-৫সহ ট্যালেল্টপুলে বৃত্তি লাভ করে। জেএসসি ও পিইসি পরীক্ষাতেও গৌরীপুর উপজেলায় যথাক্রমে ৮ম ও ৭ম স্থান অর্জন করে এ কৃতি ছাত্রী।

পূজা ভৌমিক কুষ্টিয়ার হোসনাবাদ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক সমীর কুমার ভৌমিক ও গৃহিনী স্বপ্না ভৌমিকের কন্যা। দুই বোনের মধ্যে পূজা ভৌমিক সবার বড়। পূজা ভৌমিকের মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্যে উল্লাসিত তার পরিবারসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুভূতি প্রকাশে গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমার কলেজের মেধাবী ছাত্রীর সাফল্যে আমি আনন্দিত। সে একজন আদর্শ ডাক্তার হয়ে দেশবাসীর সেবায় আত্মনিয়োগ করবে এটা আমার প্রত্যাশা। সৃষ্টিকর্তা তার মঙ্গল করুন।

কৃতি শিক্ষার্থী পূজা ভৌমিক জানান, তার প্রতি সাফল্যের পিছনে তার পিতা-মাতার পাশাপাশি শিক্ষকম-লীর বিশেষ অবদান রয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। পূজা ভৌমিকের পিতা সহকারী অধ্যাপক সমীর কুমার ভৌমিক মেয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই