তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন

যুগান্তরের সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে
গফরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন
[ভালুকা ডট কম : ২৫ ফেব্রুয়ারী]
দৈনিক যুগান্তরের ৬ সাংবাদিকের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রতিবাদে গফরগাঁওয়ে মানবন্ধন করা হয়েছে ।গতকাল সোমবার সকালে গফরগাঁও পৌর শহরের কলেজ রোডে প্রেসক্লাবের সামনে গফরগাঁও প্রেসক্লাবের আয়োজনে এই মানবন্ধন করা হয় ।

মিথ্যা ও হয়রানিমূলক  মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধনে অংশ নেয় সাংবাদিকরা।এতে মানববন্ধনে বক্তব্য রাখেন,গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু, ফকির.এ মতিন. উপাধ্যক্ষ শফিকুল কাদির, রফিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক শফিউল আলম মারুফ, সাবেক সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন, নাজমুল হক বিপ্লব, কোষাধ্যক্ষ রুকুন উদ্দিন সবুর, সাংবাদিক সারোয়ার ফরাজী,শাখাওয়াত হোসেন, তাওহিদুল ইসলাম, তানিয়া আক্তার প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক জাতির বিবেক।মামলা করে তাদের দমিয়ে রাখা যাবে না।বক্তারা তিন দিনের মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবী জানান।

উল্লেখ্য ঢাকার নবাবগঞ্জ থানার বির্তকিত ওসি মোস্তফা কামালের আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল পরিমান অর্থ ও সম্পদের বিষয়ে দৈনিক যুগান্তরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ক্ষুদ্ধ ওসি মোস্তফা কামালের প্ররোচনায় দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর, লোহাগড়া প্রতিনিধি সেলিম উদ্দিন, নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হক, গোপালগঞ্জ প্রতিনিধি হুমায়ূন কবীর, ধামরাই প্রতিনিধি শামীম খান ও আশুয়িা প্রতিনিধি মেহেদি হাসান মিঠুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করা হয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

মিডিয়া বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই