তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচী

মাথায় কাফনের কাপড় বেঁধে গৌরীপুরে সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচী
[ভালুকা ডট কম : ২৭ ফেব্রুয়ারী]
দৈনিক যুগান্তরের সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার, যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর ও লোহাগড়া প্রতিনিধি মো. সেলিম উদ্দিনের মুক্তির দাবিতে বুধবার (২৭ ফেব্রুয়ারী/১৯) মাথায় কাফনের কাপড় বেঁধে ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক সমাজের উদ্যোগে বিজয়’৭১ চত্বরে অবস্থান কর্মসূচী পালিত হয়।

গৌরীপুর প্রেসক্লাবের সহ সভাপতি আলী হায়দার রবিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান কাউসার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খবরের প্রতিনিধি শামীম খান, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি মহসীন মাহমুদ শাহ, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বোরহান, গৌরীপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক পলাশ মাজহার, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সাধারণ সম্পাদক  উজ্জল কুমার চন্দ, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

মিডিয়া বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই