তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ১৮ এপ্রিল]
নওগাঁর মান্দায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য, সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (ঝউএ) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গর্ভনেন্স ইনোভেশন ইউনিট প্রধান মন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় এবং মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী মান্দা উপজেলা পরিষদ সভা কক্ষে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান।

মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসানের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুসফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান স.ম জসিম উদ্দিন, ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পরিবেশসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজকর্মী, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, এনজিও কর্মী, কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই