তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাবিতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

রাবিতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
[ভালুকা ডট কম : ০৯ মে]
সম্প্রতি কিশোরগঞ্জ জেলায় পাকুন্দিয়ায় সেবিকা শাহীনূর আক্তার তানিয়াকে চলন্তবাসে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেচ্ছাসেবী সংগঠন ‘ষষ্ঠ ইন্দ্রিয়’। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সাবরিনা তিশার সঞ্চালনায় ও নওরীন পল্লবীর সভাপতিত্বে এসময় বক্তারা বলেন, দেশে ধর্ষনের ঘটনায় ঘটেই চলছে, সম্প্রতি কিশোরগঞ্জ পাকুন্দিয়া চলন্ত বাসে সেবিকা শাহীনূর আক্তার তানিয়ার ধর্ষনের পর হত্যা করা হয়েছে। এটা মর্মান্তিক ঘটনা। কতটা নিচু হলে মানুষ এসব কাজ করতে পারে। বর্তমানে শিশুরাও ধর্ষণকারীদের হাত থেকে রক্ষা পাচ্ছেনা। দিনদিন এর মাত্রা আরো দ্বিগুণ হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের অবস্থা কোথায় গিয়ে দাড়াঁবে। যেখানে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী।সেখনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছেনা। মেয়েদের মানুষ মনে করা হচ্ছেনা।

এসময়  বক্তারা আরো বলেন, ধর্ষকদের বিচার যদি প্রকাশ্যে করা হয় তাহলে বর্তমান প্রেক্ষাপট কিছুটা পরিবর্তন হবে। ধর্ষকরা মূলত  দু- শ্রেণীর মানুষ হয় । যারা নিন্ম পরিবারে তারা নিজের জীবন নিয়ে বেশী চিন্তা করে না। তারা এসব ঘটনার সাথে জড়িত থাকে।  আবার যারা উচ্চবিত্ত ,যাদের পেছনে এসব কাজের  সাপোর্ট থাকে তারাও সব কাজে জড়িত। তানিয়ার ধর্ষণের ঘটনায় দরিদ্র শ্রেণী লোক জড়িত ছিল। জড়িতদের বিচারের কথা  বিচার হচ্ছেনা ।  

মানববন্ধনে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের অতিদ্রুত দৃষ্টানÍমূলক বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এসময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই