তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বিএসএমএমইউ থেকে পেট্রোল বোমা উদ্ধার

বিএসএমএমইউ থেকে পেট্রোল বোমা উদ্ধার
[ভালুকা ডট কম : ০৬ জুন]
রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে সেখানে একরকম আতঙ্ক বিরাজ করছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নানের কার্যালয়ের সামনে থেকে বুধবার রাত আড়াইটার দিকে একটি পরিত্যক্ত পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কে বা কারা নাশকতার উদ্দেশে গভীর রাতে দুটি পেট্রলবোমা ছুড়ে মারে। একটি বিস্ফোরিত হলেও আরেকটি বিস্ফোরিত হয়নি। এর আগে সোমবার রাতে রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে কাগজে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের একটি প্রিজন সেলে বন্দী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি’ যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা সেখানে অবস্থানরত বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

পেট্রোল বোমা উদ্ধারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেছেন, সম্প্রতি চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়নি অভিযোগ তুলে একদল চিকিৎসক আন্দোলন করছে। তারা নানাভাবে আগামী ১০ জুন অনুষ্ঠিতব্য চিকিৎসক নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বন্ধ করতে হুমকি-ধমকি দিচ্ছে। তারাই এ কাজ করতে পারে বলে আমরা ধারণা করছি। তবে যেই করুক, আশা করছি পুলিশের তদন্তে সব তথ্য বেরিয়ে আসবে।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই