তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ত্রিশালে পাকা রাস্তার কাজের উদ্বোধন

ত্রিশালে পাকা রাস্তার কাজের উদ্বোধন
[ভালুকা ডট কম : ০৫ জুলাই]
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ গ্রামকে আধুনিক শহরে রুপান্তরিত করতে হবে,তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলাকে নতুন রুপে সাজাতে ইতিমধ্যে ত্রিশাল আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী সরকারের উন্নয়ণের ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠান ও পাকা রাস্তার কাজের উদ্বোধন করছেন।

তারই লক্ষ্যে এলজিইডির বাস্তবায়নে বৃহস্প্রতিবার  বিকালে ধানীখোলা ইউনিয়নের দক্ষিণ ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে সামানিয়া পাড়া পর্যন্ত পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য রুহুল আমীন মাদানী। উদ্বোধনী  শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত সংসদ সদস্য ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন  ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ,,উপজেলা প্রকৌশলী সাহেদ হোসেন,পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন-আহবায়ক মোখছেদুল আমিন,জেলা তাতীলীগের সহ সভাপতি মাহমুদুল হাসান সুরুজ,আওয়ামীলীগ নেতা এম এ হান্নান প্রমূখ।

সাংসদ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী বলেন, আমি ১৯৯৬ সালে নির্বাচিত হয়ে বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহযোগিতায় আমার উপজেলার জনগনের সার্বিক উন্নয়ণে কাজ করেছি। স্বাস্থ্যসেবাই এ উপজেলায় কোন কমিউনিটি ক্লিনিক ছিল না। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকসহ জনগনের চলাচলের সুবিধার্থে সকল রাস্তা পাকা করন ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়নে  বিল্ডিং নির্মান করেছি। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই