তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রংপুর আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগীতার সমাপনী

রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগীতার সমাপনী
[ভালুকা ডট কম : ১০ জুলাই]
বিজিবি রাজশাহী সেক্টরের সার্বিক তত্বাবধানে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি) এর আয়োজনে রবিবার থেকে আরম্ভ হওয়া ৪ দিন ব্যাপী (৭-১০জুলাই) রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী অনুষ্ঠান বুধবার বিকেলে পত্নীতলা ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন এবং ২২ বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়ন রানার্স আপ হয়েছে।সমাপনী দিনে প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর এর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জালাল গনি খান এনডিসি,পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম, ১৪ বিজিবি পত্নীতলার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান পিবিজিএম,জি+, উপ-অধিনায়ক মেজর এএসএম রবিউল হাসান, মেডিকেল অফিসার মেজর আহমদ নিবরাস খান সহ অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা।

উল্লেখ্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের অধীনস্থ রাজশাহী, দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও সেক্টরের ১৫টি ব্যাটালিয়নের খেলোয়াড়দের নিয়ে উক্ত আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই