তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে শিক্ষক মোশারফ হোসেনের জানাযা সম্পন্ন

নান্দাইলে মুশুল্লী স্কুল এন্ড কলেজের শিক্ষক মোশারফ হোসেনের জানাযা সম্পন্ন
[ভালুকা ডট কম : ২৬ আগস্ট]
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোশারফ হোসেনের নামাজে জানাযা সোমাবার কলেজ মাঠে সম্পন্ন হয়েছে।

জানাযাপূর্ব আলোচনা সভায় মরহুমের কর্মবহুল জীবনী নিয়ে আলোচনা করেন মুশুলী স্কূল এন্ড কলেজের সাবেক সভাপতি আলহাজ্জ্ব মো.আইয়ূব আলী খান, কলেজের অধ্যক্ষ মঈনুল হোসেন আরজু, নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুকন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিন আহম্মেদ, মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম, মুশুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেকার উদ্দিন বিপ্লব, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম বাবুল, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রভাষক মো. সেলিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ মহসিন, চকমতি মাদ্রাসার সাবেক সহযোগী অধ্যাপক আবু তাহের সাগর প্রমুখ।

জানাযা’র নামাজ পড়ান মুশুলী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাও. নুরুল ইসলাম এবং পরিচালনা করেন প্রভাষক মো. শফিউদ্দিন মুকুল। মরহুমের জানাযা’র নামাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ এলাকার সর্বস্তরের জনগণ ও নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। সকালে জানাযা’র পূর্বে মরহুমের লাশ কলেজ মাঠে পৌছিলে ছাত্রছাত্রীরা কান্নায় ভেঙ্গে পড়লে তখন এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। জানাযা শেষে মরহুমের মৃত দেহ রাজগাতী ইউনিয়নের রাজগাতী গ্রামে পারিবারিক করব স্থানে দ্বিতীয় নামাজে জানাযা’র পর দাফন করা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শোক সংবাদ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই