তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় দেড় টনের বেশি নিষিদ্ধ পলিথিন উদ্ধার,জরিমানা

ভালুকায় দেড় টনের বেশি নিষিদ্ধ পলিথিন উদ্ধার,জরিমানা
[ভালুকা ডট কম : ০২ সেপ্টেম্বর]
সোমবার দুপুরে ভালুকা বাজারের চারটি দোকানে অভিযান চালিয়ে দেড় টনের বেশি পলিথিন উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে দোকানের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করেন নির্বাহী হাকিম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ভালুকা বাজারের কয়েকটি দোকানে পলিথিন বিক্রি করা হয়।বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে এই খবর পায় উপজেলা প্রশাসন।এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে বাজারের সমবায় মার্কেটে উপস্থিত হন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা।সঙ্গে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।পরে মফিজুল ইসলাম ওরফে মজনুর দোকানে অভিযান চালিয়ে এক লাখ ষাট হাজার টাকা দামের আটশ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এরপর সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী হাকিম ওই ব্যবসায়ীর কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।

অপর দিকে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল একই সময়ে ভালুকা বাজারের ব্যবসায়ী দিলীপ দাশের দোকান থেকে ছাব্বিশ হাজার ছয়শ টাকা দামের একশ ৩৩ কেজি, গুপিনাথের দোকান থেকে ৬৪ হাজার ছয়শ টাকা দামের তিনশ ২৩ কেজি ও নয়নের দোকান থেকে চুয়াল্লিশ হাজার চারশ টাকা দামের দুইশ বাইশ কেজি পলিথিন উদ্ধার করেন।পরে তাদের দোকনের সামনে ভ্রম্যমাণ আদালত বসিয়ে গুপিনাথকে দুই হাজার টাকা ও দিলীপ ও নয়নের কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করেন। উদ্ধার করা পলিথিন গুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল জানান, দুপুরে ভালুকা বাজারের চারটি দোকানে অভিযান চালিয়ে দেড় টনের অধিক পলিথিন উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের জরিমানা আদায় করা হয়। পলিথিন গুলো আগুনে পুড়া হলে বা মাটিতে পুতে রাখলে পরিবেশের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই এগুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের একটি কক্ষে জব্দ করে রাখা হয়েছে। পরিবর্তীতে পলিথিন গুলো পরিবেশ অধিদপ্তরে  পাঠানো হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই