তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

তজুমদ্দিনে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

তজুমদ্দিনে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন
[ভালুকা ডট কম : ০৭ সেপ্টেম্বর]
ভোলার তজুমদ্দিনে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়ে। শনিবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, একাডেমীক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম, শিক্ষা অফিসের হিসাব রক্ষক তপন কুমার সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, সাংবাদিক মোশারেফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। দিনের উদ্বোধনী খেলায় চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বনাম শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারেও ড্র হলে লটারীর মাধ্যমে চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকে বিজয়ী ঘোষনা করা হয়।

অন্যদিকে চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয় পূর্ব গোলকপুর আলিম মাদ্রাসাকে ৩-০ গোলে, সোনাপুর মাধ্যমিক বিদ্যালয় খোসনদী দাখিল মাদ্রাসাকে ৩-২ গোলে, দেবীপুর ফাজিল মাদ্রাসাকে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় ৭-০ গোলে, কোড়ালমারা বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয় চাঁপড়ী আলিম মাদ্রাসাকে ৩-০ গোলে ও পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হন। দিনের একমাত্র কাবার্ডি খেলায় চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ৩৭ পয়েন্ট পেয়ে খোসনদী দাখিল মাদ্রাসাকে পরাজিত করেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই