তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ত্রিশালে বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ত্রিশালে বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষকদের মানববন্ধন
[ভালুকা ডট কম : ১৯ সেপ্টেম্বর]
ময়মনসিংহের ত্রিশালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ ৭দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ।বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ রোডে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে  উপজেলার ১২টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান বাচ্চু মাষ্টার, সাধারন সম্পাদক আব্দুল হাই মাষ্টার, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আব্দুল লতিফ খাঁন, প্রধান শিক্ষক রাশেদুজ্জামান রানা, দপ্তর সম্পাদক আবুল কালাম প্রমূখ।অপর দিকে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ ৭দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে।

এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারন সম্পাদক মিন্নাত আলী,সহ সভাপতি  সারুয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী প্রমূখ।  পরে দাবী সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকিরের নিকট প্রদান করেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই