তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী ‘কুয়াশা উৎসব’

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী ‘কুয়াশা উৎসব’
[ভালুকা ডট কম : ৩০ ডিসেম্বর]
শীতের কুয়াশা ও শীতের সৌন্দর্য’কে তুলে ধরতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে   দুইদিনব্যাপী ‘কুয়াশা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় ‘কুয়াশায় সু আশায় কহ কুশলাদি’ স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমধর্মী এ কুয়াশা উৎসব বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে দুই দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারড. জালাল উদ্দিন,প্রক্টর উজ্জল কুমার প্রধান, সুজন আলী, মার্জিয়া আক্তার প্রমূখ।  কুয়াশা’কে ঘিরে এ বৈচিত্র্য ধর্মী উদ্যোগটি নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কুয়াশা উৎসবে ছিলো, চিত্রকলা প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, পিঠা পার্বণ, বই মেলা, সাহিত্য আড্ডা, সঙ্গীত, নৃত্য, কবিতা, আবৃত্তি, স্ট্যান্ড-আপ কমেডি, আদিবাসী নৃত্য, নজরুল ট্রিবিউট প্রোগ্রাম, দৈত্যদলের গান, শিকল মিউজিক্যাল টিম, ইন্সটুলেশন আর্ট, পারফরমেন্স আর্ট। উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে ছিলো ব্যান্ড দল বাংলা ফাইভ, স্বরব্যাঞ্জো ও মাদল এর পরিবেশনা। কুয়াশা  উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে  উৎসবের আমেজ বিরাজ করে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই