তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে কবরে যেতে যান গফরগাঁওয়ে সুবল

মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে কবরে যেতে যান গফরগাঁওয়ে সুবল
[ভালুকা ডট কম : ২১ জানুয়ারী]
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সর্বমহলে পরিচিত একটি নাম সালটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর মোনায়েম সালেহী সুবল(৮৫)।একাত্তরের রাণাঙ্গণে অংশ গ্রহনসহ সারাজীন অসহায় মানুষের পাশে থেকে যে লোকটি সেবা দিয়ে গেছেন তিনি এখন নানা রোগে আক্রান্ত।গফরগাঁও উপজেলার সর্ব মানষের কাজে সুবল দা হিসেবে তিনি পরিচিত।সেই প্রাণবন্ত সুবল দা এখন বয়সের ভারে ন্যুজু,অসুস্থ্য।জীবনের শেষ প্রান্তে এসে চাওয়া,মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে তিনি কবরে যেতে চান।যুদ্ধের সময় তিনি ভারতীয় রেডক্রসে প্রশিক্ষণ নিয়ে শরণার্থী ক্যাম্পে অসুস্থ্যদের সেবা দিয়েছেন।

মীর মোনায়েম সালেহীন সুবল বলেন,১৯৭১তিনি ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে থানার অধিনে ওয়ারেংকা ক্যাম্পে আশ্রয় নেন।সেখানে ক্যাম্পে আশ্রয় নেয়া শত শত শরনার্থীদের মাঝে ডায়েরিয়াসহ নানা রোগ ছড়িয়ে পড়ে।তখন তিনি ভারতীয় রেডক্রসে  প্রশিক্ষন নেন।এরপর শরনার্থীদের সেবায় নিজেকে নিয়োজিত করেন।সেই সঙ্গে গোয়েন্দাগিরিও করেছেন।গোপনে মুক্তিযোদ্ধারের কাছে পাকবাহিনীর খবর পৌঁছে দিতেন।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মৈলাম শরাণার্থী শিবিরে তিনি বিজয় দিবস পালন করেছেন।তিনি সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।এছাড়াও তিনি ছিলেন মাওলানা ভাসানীর একনিষ্ঠ কর্মী।

মীর মোনায়েম সালেহীন সুবল বলেন,মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠানোর জন্য দীর্ঘ সময় ধরে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে যাচ্ছেন।বিএনপি-জামায়েত জোট সরকার আমলে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।বিগত চার বছর আগে তিনি আবার পূনরায় আবেদন করেছেন।রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার মুক্তিযোদ্ধে অংশ গ্রহনে বিষয়ে অবগত আছেন বলে তিনি দাবি করেন।

মীর মোনায়েম সালেহীন সুবল,সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল তার চিকিৎসার বিষয়ে সর্বাক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন।উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরাও তার সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন।মীর মোনায়েম সালেহীন সুবলের শেষ ইচ্ছা মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে তিনি যেন কবরে যেতে চান।এজন্য প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় বিষয়ক মন্ত্রীর সুদৃষ্টি কামানা করছেন তিনি।

মীর মোনায়েম সালেহীন সুবল এখন নানা রোগে আক্রান্ত।বর্তমানে তিনি গফরগাঁও হাসাপতালে চিকিৎসাধনি রয়েছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

পাঠক মতামত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই