তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে মানববন্ধন

ভালুকায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে মানববন্ধন
[ভালুকা ডট কম : ১০ ফেব্রুয়ারী]
ভালুকা প্রেস ক্লাবের সদস্যে আসাদুজ্জামান ফজলুর বিরুদ্ধে চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী সালাউদ্দিন সরকার কর্তৃক মিথ্যে মামলা দায়ের করার প্রতিবাদে স্থানীয় সংবাদকর্মীরা সোমবার দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে ভালুকা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, উপজেলার জামিরদিয়া গ্রামের হোসেন আলী সরকারের ছেলে বনভূমিসহ নিরিহ ব্যক্তিদের জমি দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজির ২০ টির অধিক মামালার আসামী সালা উদ্দিন সরকার সম্প্রতি একটি বাড়ি দখলের ঘটনায় দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের জেরে তৃতীয় সাব-জজ আদালতে পত্রিকার ভালুকা সংবাদদাতা আসাদুজ্জামানের (ফজলু) বিরুদ্ধে মিথ্যে মানহানী মামলা দায়ের করেন। মাববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সন্ত্রাসী ও ভূমিদস্যূ সালাউদ্দিনকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে ভালুকা প্রেসক্লাবের সভাপতি এসএম শাহজাহান সেলিম,সাধারণ সম্পাদক মো: আক্কাস আলী,সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল,কালের কন্ঠ প্রতিনিধি মোখলেছুর রহমান মনির,সংবাদ প্রতিনিধি আতাউর রহমান,এনটিভির প্রতিনিধি আলমগীর হোসেন,দৈনিক যুগান্তর ও বৈশাখী টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল,নয়া দিগন্ত সংবাদদাতা আসাদুজ্জামান ফজলু,এসএ টিভির প্রতিনিধি আওলাদ হোসেন রুবেল,আজকের ময়মনসিংহ প্রতিনিধি হাদিকুর রহমান হাদিস,দিনকাল প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক,আমাদের সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম খান ও আজকের বাংলদেশ প্রতিনিধি আফরোজা আক্তার জবা প্রমূখ সহ বিভিন্ন ভূক্তভোগী পরিবারের সদস্যগণ অংশ নেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই