তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে মুজিবর্ষ উপলক্ষে শুরু হলো ফুটবল টুর্নামেন্ট

গৌরীপুরে মুজিবর্ষ উপলক্ষে শুরু হলো ফুটবল টুর্নামেন্ট
[ভালুকা ডট কম : ০৫ মার্চ]
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহাম্মদ এমপি।

উদ্বোধনী খেলায় তারাকান্দা উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে জয় লাভ করে শ্যামগঞ্জ একাদশ। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুর রউফ মোস্তাকীম।

উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি সেঁজুতি ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধূ ভুষণ দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আবুল হাসিম, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ মোতালেব, সহ প্রচার সম্পাদক গোবিন্দ বনিক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহম্মদ রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক রাকিব, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন চন্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুতকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলী আসকর, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক স্বাধীন, ছাত্রলীগ নেতা শাওন প্রমুখ।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, এ টুর্নামেন্টে দু’টি গ্রুপে মোট ৬টি দল অংশগ্রহন করেছে। দলগুলো হচ্ছে- গৌরীপুর উপজেলা, তারাকান্দা উপজেলা, ফুলপুর উপজেলা, মুক্তাগাছা উপজেলা, ঈশ্বরগঞ্জ উপজেলা ও শ্যামগঞ্জ একাদশ।

তিনি বলেন, ৬ মার্চ গৌরীপুর বনাম তারাকান্দা, ৮ মার্চ মুক্তাগাছা বনাম ঈশ্বরগঞ্জ, ৯ মার্চ তারাকান্দা বনাম ফুলপুর, ১১ মার্চ- ঈশ্বরগঞ্জ বনাম শ্যামগঞ্জ একাদশ, ১২ মার্চ  গৌরীপুর ফুলপুর বনাম ফুলপুর দলের মাঝে প্রতিদিন বিকেল ৩ টায় খেলা অনুষ্ঠিত হবে। ১৫ মার্চ ও ১৬ মার্চ টুর্নামেন্টের রানার আপ খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ফাইনাল খেলার তারিখ জানানো হবে।উল্লেখিত তারিখে প্রতিদিন মাঠে উপস্থিত হয়ে খেলোয়ারদের উৎসাহিত করার জন্য ফুটবল প্রেমী দর্শকদের প্রতি আহবান জানিয়েছেন তিনি। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই