তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সখীপুরে ক্রিকেট জুয়া বন্ধে এলাকাবাসীর গণস্বাক্ষর

সখীপুরে ক্রিকেট জুয়া বন্ধে এলাকাবাসীর গণস্বাক্ষর,বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ
[ভালুকা ডট কম : ২৪ মার্চ]
টাঙ্গাইলের সখীপুরে ক্রিকেট ও মোবাইলে গেমস্ জুয়া বন্ধে এলাকাবাসীর গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ টাঙ্গাইল পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরে দেওয়া হয়েছে। উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদ এলাকাবাসী ওই গ্রামের ছামাদ সিকদারের ছেলে ক্রিকেট ও গেমস্ জুয়াড়ি লালমিয়া ওরফে প্রিন্স’র বিরুদ্ধে এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রিন্স তার নিজ গ্রাম ভূইয়াদসহ আশপাশের যুব সমাজকে নিয়ে টাকার বিনিময়ে মোবাইল ফোনে ক্রিকেট ও গেমস্ জুয়া খেলে যাচ্ছেন। স্থানীয়রা বাঁধা দিতে গেলে নানা হুমকি ধামকি দেওয়ার অভিযোগ করেন এলাকাবাসী। প্রিন্সের দুই ভাই আমিনুল ও মনির সিকদার তার সহযোগি হিসেবে কাজ করে আসছেন বলেও লিখিত অভিযোগে জানা যায়। প্রিন্স ও তার সহযোগিদের হাত থেকে এলাকার যুব সমাজকে ধ্বংসের পথ হতে পরিত্রান পেতে নিরুপায় এলাকাবাসী টাঙ্গাইল পুলিশ সুপার, ডিবি অফিস, সিআইডি অফিস টাঙ্গাইল এবং সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আমির হোসেন বলেন- বিষয়টি তদন্ত করে প্রয়োজনয় ব্যবস্থা নিতে উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই