তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কল করুন ত্রাণ পৌঁছে যাবে বাড়ীতে-গৌরীপুর পৌর মেয়র

কল করুন ত্রাণ পৌঁছে যাবে আপনার বাড়ীতে-পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম
[ভালুকা ডট কম : ০৫ এপ্রিল]
আপনারা যাঁরা বিত্তবান আছেন সামর্থ্যনুযায়ী এগিয়ে আসুন। করোনা প্রতিরোধে  হতদরিদ্রদের মাঝে  খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ত্রাণ তহবিলে সহায়তা করুন। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।

তিনি আরো বলেন এই সহযোগিতা পৌরসভার কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের মানুষের জন্য ব্যয় করা হবে। যারা লাইনে দাঁড়িয়ে অথবা অন্যদের সামনে সহযোগিতা নিতে পারছেন না, তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আমার নাম্বার ০১৭১২-০৫৫০৮৬ অথবা পৌর সচিব ০১৩০৬-৭৯৮০০ এর নাম্বারে কল দিন আপনার  ত্রাণ বাসা-বাড়িতে পৌঁছে যাবে। পৌরবাসীর প্রতি তিনি আরো বলেন, আপনার সাহায্যের বিষয়টিও গোপন রাখা হবে।

পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তি আরো বলেন (যা হুবহুব আপনাদের জন্য তুলে ধরা হলো)।
প্রিয় গৌরীপুর পৌরবাসী, বলেন, করোনা ভাইরাস এর সংক্রমন রোধে চলমান লকডাউন পরিস্থিতিতে নিন্ম আয়ের মানুষ যারা কর্মহীন হয়ে আজ ঘরে আবদ্ধ এখন তাদের পাশে দাঁড়ানো সময়ের দাবী। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত ৩১টি নির্দেশনা মেনে চলা এ মুহুর্তে সংক্রমন ঠেকানোর স্বার্থে অত্যাবশ্যক। এখন সংকট কার্যত ২টি একদিকে গৃহবন্দী থেকে করোনা সংকট ঠেকাতে হবে অন্যদিকে নিন্ম আয়ের কর্মহীন অভাবী মানুষদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া খুব জরুরী। আমি আপনাদের ভোটে নির্বাচিত মেয়র জনগণের সেবায় রাত দিন কাজ করে যাচ্ছি, ব্যক্তিগত সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছি এ সংকট মোকাবেলায় আপনাদের পাশে থাকতে।

গৌরীপুরের মানুষদের জন্য মাননীয় জাতীয় সংসদ সদস্যসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, জেলা পরিষদ ময়মনসিংহ ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যগণ ত্রাণ সহায়তা প্রদান করেছেন। ঠিক এভাবেই সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা জরুরী।

এ সময়ে আমরা নিজ নিজ অর্থায়নে পৌরসভায় করোনা প্রতিরোধী ত্রাণ তহবিল গঠন করেছি। পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলর বৃন্দের অর্থায়নে ইতোমধ্যে ৩লাখ টাকার তহবিল হয়েছে। আমাদের এ উদ্যোগে সামর্থ্যবান ব্যক্তিদের সামিল হওয়ার অনুরোধ জানাচ্ছি। যে কোন অনুদান সাদরে গ্রহণ করা হবে। বিশেষদ্রষ্টব্যঃ এই ত্রান তহবিলের অর্থ সরকারি অনুদানের পাশাপাশি গৌরীপুর পৌর এলাকায় করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কাজে খরচ করা হবে। ধন্যবাদান্তে, মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

এছাড়াও তিনি সাংবাদিকদের জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক টিম তৈরি করা হয়েছে। যারা এসব মানুষের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। ইতোমধ্যে এক হাজার প্যাকেট (যার ভিতরে চাল, ডাল, আলু, লবন ও তৈল রয়েছে) এক হাজার পরিবারকে প্রধান করা হয়েছে। আরো দুই হাজার প্যাকেট বিতরণের প্রক্রিয়াধীন রয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই