তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

তজুমদ্দিনে জমি দখলের উদ্দেশ্যে গাছ কর্তনের অভিযোগ

তজুমদ্দিনে অধ্যক্ষের কান্ড!জমি দখলের উদ্দেশ্যে গাছ কর্তনের অভিযোগ
[ভালুকা ডট কম : ০৫ এপ্রিল]
ভোলার তজুমদ্দিনের মধ্য আড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইব্রাহীমের বিরুদ্ধে জমি দখলের উদ্দেশ্যে কয়েকটি রেইনট্রি গাছ কেটে ফেলার লিখিত অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন গংরা মধ্য আড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন পূর্বপাশে জমির মালিক। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইব্রাহীম প্রতিষ্ঠানের নতুন কক্ষ বড় করার জন্য জমি ছেড়ে দিতে মালিক পক্ষকে চাপ সৃস্টি করতে থাকেন। মাদ্রাসা প্রতিষ্ঠার সময় জসিম গংরা প্রতিষ্ঠানে কিছু জমি দিলেও বাকী জমিতে তারা বাগান বাড়ী তৈরী করেন।

অভিযোগে আরো জানান, মাদ্রাসা সংলগ্ন জমিটি জোড়পুর্বক দখলে নেওয়ার উদ্দেশ্যেই অধ্যক্ষের নির্দেশে তার লোকেরা রাতের আধাঁরে কয়েকটি রেইনট্রি গাছ কেটে ফেলেন। ইতিপূর্বে রাতের আধাঁরে ওই জমি থেকে অধ্যক্ষ ৩টি বড় রেইনট্রি গাছ কেটে নেন। পরে স্থানীয় শালিস বিচারের মাধ্যমে জমির মালিক জসিম উদ্দিনকে ক্ষতিপুরণ দিতে বাধ্য হন অধ্যক্ষ মাও. ইব্রাহিম।

শনিবার দুপুরে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ৩ মার্চ শুক্রবার দিবাগত রাতে মাদ্রাসা সংলগ্ন বাগান থেকে ছোট-বড় মিলিয়ে মোট ৮টি গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাও. ইব্রাহীকে অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দেন জমির মালিক মোঃ জসিম উদ্দিন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মাওঃ ইব্রাহীম বলেন, আমার উপর চাপ সৃস্টি করার জন্যই এধরনের অভিযোগ তুলছে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই