তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পাকিস্তানের দুই কূটনীতিককে বহিষ্কার করল ভারত

পাকিস্তানের দুই কূটনীতিককে বহিষ্কার করল ভারত
[ভালুকা ডট কম : ৩১ মে]
ভারতে নিযুক্ত দুইজন পাকিস্তানি কূটনীতিককে গোয়েন্দাবৃত্তির অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যখন উত্তেজনা গভীরতর হচ্ছে তখন কূটনীতিক বহিষ্কারের এই ঘটনা ঘটল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান কূটনৈতিক মিশনে নিযুক্ত দুই কর্মকর্তার পদমর্যাদা সঙ্গে অসঙ্গতিপূর্ণ তৎপরতার কারণে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানের দুই কর্মকর্তাকে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, পাকিস্তানের দুই কর্মকর্তা তাহির খান এবং আবিদ হোসেন পাকিস্তান হাইকমিশনে ভিসা সহকারি হিসেবে কর্মরত ছিলেন।এ ঘটনায় পাকিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ভারত বলেছে যে, তার মিশনে যেন আর কোনো কর্মকর্তা এ ধরনের গোয়েন্দাবৃত্তির কাজে জড়িত না হন।সূত্র-timesofindia.indiatimes



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

দেশের বাহিরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই