তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে করোনায় উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

গফরগাঁওয়ে করোনায় উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
[ভালুকা ডট কম : ২২ জুন]
সোমবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন।মৃতরা হলেন-পৌর শহরের শিলাসী ফকির বাড়ি গ্রামে গিয়াস উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন(৪৫) ও  রাওনা ইউনিয়নের বড়াইল গ্রামের ডাঃ নূরুল হকের ছেলে গোলাম মোস্তফা(৫০)।

অসুস্থ আফাজ উদ্দিনকে তার স্বজনরা গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দিলে দুপুরে সে মারা যায়।তিনি দীর্ঘ দিন যাবত বিদেশে ছিলেন।অপর দিকে খারুয়া বড়াইল গ্রামের গোলাম মোস্তফা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।তিনি দুই সপ্তাহ যাবত জ্বর,কাশি,শ্বাসকষ্ট  রোগে ভোগছিলেন।গোলাম মোস্তফাা শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দিলে সকালে তিনি মারা যান।

উপজেলা স্খাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনুদ্দীন খান মানিক জানান, মারা যাওয়া দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।তাদের যেন স্বাস্থ্য বিধি মেনে দাফনের ব্যবস্থা করা হয় এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই