তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

দুর্গাপুরে লড়ি ট্রাক মালিক সমিতির সভা

দুর্গাপুরে লড়ি ট্রাক মালিক সমিতির সভা
[ভালুকা ডট কম : ১৯ জুলাই]
জেলার দুর্গাপুরে শ্রমিকদের নানা দাবী-দাওয়া ও নিয়মনীতি মেনে লড়ি চলাচল সহ নানা বিষয়ে উপজেলা লড়ি-ট্রাক মালিক সমিতি এক আলোচনা সভা করেছে। শনিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় আদিবাসী অডিটরিয়াম মিলনায়তনে লড়ি-ট্রাক মালিক সমিতির সভাপতি মো. সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন মানিক, যুগ্ন সম্পাদক মাহবুব আলম, চালক সমিতির নেতা এমদাদুল হক, মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিভিন্ন দাবী নিয়ে প্রায় ৩দিন ধরে ঘাট থেকে বালু পরিবহন বন্ধ রয়েছে। পৌর শহর দিয়ে লড়ি চলাচলে মাননীয় সংসদ সদস্য একটি নিয়ম করে দিয়েছেন। স্থানীয় লড়ি গুলো মানলে বাহির থেকে আসা অনেক লড়ি গুলো তা মানছে না বিধায় সব দায় আমাদের উপর পরছে।

এ বিষয়ে বহিরাগত লড়িদের স্থানীয় মালিক সমিতির নিয়মে চলাচল করতে আহবান জানানো হয়। সামনে ঈদ, শ্রমিকদের কল্যানে কাজ করতে হলে সকলকেই কিছু না কিছু ছাড় দিয়ে ধর্মঘট প্রত্যাহার করে এগিয়ে আসার আহবান জানানো হয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই