তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুর উপজেলা নির্বাচনে ২ পদে ৩৯ জন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী

গৌরীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ১১ ও ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী
[ভালুকা ডট কম : ২৯ জানুয়ারী]
আসন্ন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১০ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৮জন সম্ভাব্য প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। সংগঠনের কেন্দ্রিয় কমিটির নির্দেশনা অনুযায়ী রোববার (২৭ জানুয়ারী) পর্যন্ত গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে তাঁরা সি.ভি জমা দিয়েছেন। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম মিন্টু এ বিষয়ে নিশ্চিত করেছেন।

উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহম্মদ আজাদ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগ নেতা মো. শরীফ হাসান অণু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিধূ ভূষণ দাস, শ্রম বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন আহাম্মদ, যুব বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সানাউল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, কেন্দ্রিয় কৃষকলীগের সদস্য মাহমুদুল হাসান সাতাব।

উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন- উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রফিক বোকাইনগরী, সাবেক পৌর কাউন্সিলর আবু সাঈদ মো. ফারুকুজ্জামান, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভি.পি মাহবুবুর রহমান শাহীন, গৌরীপুর সরকারি কলেজের সাবেক জি.এস মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, ডৌহাখলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হারুন অর রশিদ পবিত্র, উপজেলা স্বেচ্ছাসেবলীগের প্রচার সম্পাদক কামাল তালুকদার, উপজেলা তাঁতীলীগের সিসিয়র যুগ্ম আহবায়ক হাতেম খান পাঠান উজ্জল।

উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক পৌর মহিলা কাউন্সিলর শিউলী চৌধুরী, পৌর মহিলা কাউন্সিলর মহিলা আওয়ামীলীগ নেত্রী দিলুয়ারা আক্তার, সাবেক ছাত্রলীগ নেত্রী সালমা আক্তার রুবি, উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আমিনা আক্তার, মহিলা আওয়ামীলীগ কর্মী নিপা হোম চৌধুরী চিত্রা, তাসলিমা, আঙ্গুরা আক্তার। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই