তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় নেতা-কর্মীদের সাথে এমপি ধনুর মত বিনিময়

ভালুকায় নেতা-কর্মীদের সাথে এমপি ধনুর মত বিনিময়
[ভালুকা ডট কম : ১৪ জুলাই]
শনিবার (১৩ জুলাই) সন্ধায় স্থানীয় আ’লীগ অফিসে তৃণমূল নেতা-কর্মীদের সাথে মত বিনিময় কালে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু বলেন উন্নায়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার কোন  বিকল্প নাই।

স্থানীয় এমপি আরো বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে,কিন্তু প্রতিহিংসা নয়।কোন নোংরামী পবিত্র রাজনীতির অংশ হতে পারে না।মুক্তিযোদ্ধের পরাজিত শক্তিরা আওয়ামীলীগের উন্নায়ন যাত্রা বানচাল করতে পারবেনা বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।

তিনি আরও বলেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মেজর আফছার উদ্দিন, ১১ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে জীবন বাজী রেখে দেশকে স্বাধীন করেছেন।আমি তারই সন্তান।রাজনিতি আমার নিজের জন্য নয় দেশ এবং ভালুকাবাসীর জন্য।আপনারা সুখে থাকলে আমি সুখে থাকব।শেখ হাসিনার ডাকে আপনারা সবাই সারা দিবেন এটাই আমার প্রত্যাশা।কারো হাত ধরে আমাকে না খুঁজে সরাসরি আমার কাছে আসবেন।আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা ।এসময় তিনি প্রায় শতাধিক নেতা-কর্মীর সমস্যার কথা শোনেন যার কিছু সমাধান করেন তাৎক্ষণিক করেন এবং বাকী সমাধানের আশ্বাস দেন।

মত বিনিময় অনুষ্ঠানে এমপির সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগের সাবেক সিনিয়র সহসভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, উপজেলা আওয়ামীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন,ভালুকা পৌরআ’লীগের সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম আপন,উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন,সম্পাদক শাহরিয়ার হক সজিব,উপজেলা উলামালীগের সাধারন সম্পাদক মাওলানা মতিউর রহমানসহ তৃনমুলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই